দৌলতপুরে পদ্মার ভাঙনে ঘরবাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, আবাদি জমি ও বিস্তৃর্ণ জনপদ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে জনপদটি প্রতিবছর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, পদ্মার ভাঙনে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সিংহভাগ তলিয়ে গেছে। ইতোমধ্যে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়সহ দেড় হাজার ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এছাড়া ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অবিলম্বে ভাঙন রোধের ব্যবস্থা না নিলে ইসলামপুর, ফিলিপনগর, পূর্বফিলিপনগরসহ ৫টি গ্রামসহ বেশ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসী জানিয়েছে। এদিকে ভাঙন রোধের জন্য ৩ বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড ২২ কেটি টাকা ব্যয়ে ব্লক তৈরি করলেও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে তা ব্যবহার করা হয়নি। স্থানীয় বাসিন্দা ও জাসদ দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন জানান, বিষটি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে জানার জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমূল হক পাভেল জানান, প্রাথমিকভাবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

Leave a comment