ওয়ানডেতে শতকের রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে কুশল পেরেরার একশো রান তুলে নেয়ার মধ্য দিয়ে এক বছরে ওয়ানডের সর্বোচ্চ শতকের রেকর্ডটি ভেঙেছে। শ্রীলঙ্কার উদ্বোধনী এ ব্যাটসম্যানের শতকটি এ বছরের ৮০তম। এর আগে ওয়ানডে ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ শতক হয় গত বছর, ৭৯টি। গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপের ৪৯টি ম্যাচে শতক হয় ৩৮টি। আর সেকারণে এবছরের সাত মাসেই ভেঙে গেল শতকের রেকর্ড। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ চারটি শতক করেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের মাহমুদউল্লাহও করেন দুটি শতক।