এবার রাজধানীর বাইরে কোরবানির পশুর হাট বসছে

 

স্টাফ রিপোর্টার: এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোরবানির পশুর অস্থায়ী হাটগুলো  শহরের বাইরে নেয়া হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে গত বছরের সাতটি হাটের পাঁচটিই বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন করে চারটি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। – ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে এ বছর শহরের ভেতরে হাট রাখা হবে না। আগারগাঁও, উত্তরা আজমপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ, বারিধারা জে ব্লকের খালি জায়গা, উত্তরা ১১ ও ১৩ নং সেক্টরের সোনারগাঁও জনপদসংলগ্ন খালি জায়গা এবং বনানী রেলওয়ে স্টেশনসংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুহাট বাতিল করা হয়েছে। গত ২১ জুলাই উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে এবার কোরবানির ৬টি অস্থায়ী পশুরহাটের ইজারা আহ্বান করা হয়েছে। এগুলো হচ্ছে- খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গার অস্থায়ী পশুহাট, মিরপুর সেকশন ৬ (৬নং ওয়ার্ড) এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১১ ও ১৩নং সেক্টরের সোনারগাঁও জনপদসংলগ্ন খালি জায়গায় পশুর হাটের পরিবর্তে এবার উত্তরা ১৫ ও ১৬ নং সেক্টরের মধ্যবর্তী সেতু-সংলগ্ন খালি জমি, বনানী রেলওয়ে স্টেশনসংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুহাট ও বারিধারা জে ব্লকের খালি জায়গার পশুর হাটের পরিবর্তে এবার কুড়িল ফ্লাইওভার সংলগ্ন পূর্বাচলমুখি ৩০০ ফুট প্রশস্ত সড়কের বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পর থেকে সড়কের দুই পাশের কাঁচা অংশের খালি জমি, আগারগাঁও বস্তির খালি জায়গার অস্থায়ী পশুরহাটের পরিবর্তে রায়েরবাজার কবরস্থান সংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের নির্ধারিত খালি জমিতে অস্থায়ী পশুর হাট।