স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মোনাকশা গ্রামের আলী হোসেনের বিরুদ্ধে রাস্তার একটি মরা কাঁঠালগাছ ও একটি ভেটুলগাছ কাটার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে গাছ কাটার সময় পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মোনাকশা গ্রামের আলী হোসেনের নিজ জমির মাথায় রাস্তার ধারে থাকা একটি মরা কাঁঠালগাছ ও একটি ভেটুলগাছ কাটছিলো। গতকাল রোববার সকালে আলী হোসেন লোক দিয়ে গাছ কাটার সময় পুলিশ গিয়ে গাছকাটা বন্ধ করে দেয়। এ বিষয়ে গ্রামবাসী বলেন, দীর্ঘদিন আগে আলী হোসেনের পিতা তার জমির মাথায় রাস্তা পাশে গাছ দুটি লাগিয়েছিলো। কিছুদিন আগে কাঁঠালগাছটি মারা যায়। জমির ফসলের ক্ষতি হচ্ছে দেখে গতকাল রোববার আলী হোসেন গাছ দুটি কাটছিলেন।