স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল জেলার নাটিয়াপাড়া থেকে গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ৬০ কি. মি. মহাসড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ঈদে শেষে কর্মস্থলে ফেরা মানুষের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। একদিকে বৃষ্টি অপরদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও যানজট প্রকট হওয়ায় যাত্রীদের দুর্ভোগের শেষ নেই বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। গতকাল শনিবার মহসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভয়াবহ যানজট। একদিকে মহাসড়কে খানাখন্দকে ভরা অপরদিকে টানা বৃষ্টির কারণে যাত্রীদের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানায়। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, গত বৃহস্পতিবার থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় যানজটের সূত্রপাত হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ২২টি জেলার এবং টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার যানবাহন ব্যাপক হারে বেড়ে যাওয়ায় যানজট নিরসনের জন্য তাদের হিমশিম খেতে হচ্ছে। উত্তরাঞ্চল থেকে রাজধানী ঢাকাগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট তীব্র থেকে তীব্র হচ্ছে।