জীবননগরের উথলীতে বিদ্যুতস্পৃষ্টে এক শ্রমিক নিহত

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের উথলী ইউনিয়নের ভারী শিল্প প্রতিষ্ঠান দেহাটি কনটেক কন্সট্রাকশন মিলের এক শ্রমিকের বিদ্যুতস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, উথলী ইউনিয়নের দেহাটি গ্রামের আনছার আলীর ছেলে শাহাবুদ্দিন (২৬) মিলের মেকানিক্যাল শ্রমিক হিসেবে কাজ করে আসছে। মিলের সিনিয়ার একজিকিউটিভ প্রকৌশলী নজরুল ইসলাম জানান, শাহাবুদ্দিন কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। নজরুলের লাশ বাড়িতে নেয়া হলে স্ত্রী ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। স্ত্রী রেশমা স্বামীকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছিলো ও একমাত্র আড়াই বছরের আদুরে মেয়ে সাভা অপলক দৃষ্টিতে শুধু চেয়ে চেয়ে দেখছিলো। জীবননগর থানার আফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটা একটা নিছক দুর্ঘটনা। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফন করার সিদ্ধান্ত দেয়া হয়। তার লাশ গতরাত সাড়ে ৯টার দিকে দেহাটি ঈদগা ময়দানে জানাজা শেষে স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।