চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াতি সম্মেলন উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উদ্যোগে দু দিনব্যাপি দাওয়াতি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে দাওয়াতভিত্তিক কর্মশালার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালিব।

চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনসূত্রে জানা গেছে, দু দিনব্যাপি অনুষ্ঠিত দাওয়াতভিত্তিক কর্মশালার মূল বিষয় হলো সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ তথা আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মসজিদের ইমাম, খতিবগণকে আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সস্ত্রাস, জঙ্গিবাদ ও ইসলামের অপব্যাখ্যাকারীদের সঠিক পথে আনার কৌশল নির্ধারণ, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে পর্যালেচনাসহ বিভিন্ন বিষয়ে অলোকপাত করা হবে। এ কর্মশালায় চুয়াডাঙ্গা জেলার ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে যে সকল মসজিদভিত্তিক পাঠাগার ও খানকা আছে সেখানে কর্মরত শিক্ষক, মডেল কেয়ারটেকার, মসজিদের ইমাম, খতিবদেরকে এ কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়। প্রায় পাঁচশতাধিক লোকের সমাবেশ ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও. মুজিবুর রহমান। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কর্মশালার আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক চুয়াডাঙ্গায় আসবেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে গতকাল শনিবার বিকেলে মেহেরপুর কোর্ট জামে মসজিদে দু দিনব্যাপি দাওয়াতভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম শাহীন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা ইমাম সমিতির সভাপতি আনসারউদ্দীন বেলালী, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আসকার আলী প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি তার বক্তব্যে বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ধর্ম নিয়ে কখনও বাড়াবাড়ি করা ঠিক নয়। সম্প্রতি একটি দল শান্তির ধর্ম ইসলামকে অন্য পথে প্রবাহিত করার চেষ্টা করেছিলো। কিন্তু তাদের সেই পথ বিস্তৃতি হয়নি।

Leave a comment