ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৫৫

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের তাইজে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে একটি সংবাদ সংস্থা। গতকাল শনিবার স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, মখা এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানো হয়। ওই এলাকায় মূলত একটি পাওয়ার স্টেশনের প্রকৌশলী ও শ্রমিক এবং কিছু শরণার্থী পরিবার বসবাস করতো। হামলায় আর ১০ জন আহত হয়েছে। ওই এলাকায় এখনও উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। আহতদের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a comment