ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জেল : ৫ জনের বিরুদ্ধে মামলা

দামুড়হুদায় ফেনসিডিল গাঁজা ও ভারতীয় টাকাসহ তিন মাদকপাচারকারী জিবির হাতে আটক

 

দামুড়হুদা/ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়া গ্রামে বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে রতন (২৫), রঞ্জু (২৪) ও আরিফ (২৬) নামের তিন মাদকপাচারকারীকে আটক করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে আরো দু মাদকব্যবসায়ী। পরে আটক ওই তিন মাদকপাচারকারীর প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত তিন মাদকপাচারকারীর মধ্যে রতন মেহেরপুর জেলা শহরের মল্লিকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে, জাহিদ হাসান রঞ্জু একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে এবং আরিফ মেহেরপুর গোভীপুরের আবু কাউছারের ছেলে।

বিজিবি জানায়, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে রতন, রঞ্জু ও আরিফ মোটরসাইকেলযোগে হুদাপাড়া গ্রামের চিহ্নিত দু মাদকব্যবসায়ী আলীহিমের ছেলে হারুন অর রশিদ ও আসানের ছেলে আরসের বাড়িতে যায় এবং ফেনসিডিল সেবন শেষে ২শ গ্রাম গাঁজা, ১১ বোতল ফেনসিডিল নিয়ে ফিরে আসার পথে চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের জগন্নাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে হুদাপাড়া গ্রামের মাদকব্যবসায়ী আরসের বাড়ির সামনে মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা, ১১ বোতল ফেনসিডিল ও ভারতীয় দুটি ১০ টাকার নোট উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দু মাদকবিক্রেতা রশিদ ও আরস। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং গাঁজা রাখার অপরাধে আটক ওই তিন জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৭ (ক) ধারায় ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া ফেনসিডিল ও ভারতীয় টাকা উদ্ধারের ঘটনায় জগন্নাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ বাদী হয়ে পলাতক ওই দু মাদকব্যবসায়ীসহ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত ৩ জনের নামে আলাদাভাবে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।