প্রতিবেশীর কোদালের কোপে জখম বিল্লালের অবস্থা আশঙ্কাজনক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ গহ্বেরপুরের বিল্লাল হোসেনকে (৩৫) কোদাল দিয়ে মেরে গুরুতর জখম করেছে তার দু প্রতিবেশী। বিল্লালের নিকটজনেরা এ অভিযোগ করে বলেছেন, গতকাল শুক্রবার বিকেলে কোদাল দিয়ে কোপ মারে প্রতিবেশী সিরাজ ও লিটন। বিল্লাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অভিযোগকারীরা আরো বলেছে, মোজাম্মেল হকের ছেলে বিল্লাল হোসেনের বাড়ি সংলগ্ন বাঁশবাগানের বাঁশ প্রতিবেশীর বাড়ির দিকে ঝুঁকে পড়েছে। কয়েকটি বাঁশের আগা কেটে দেয়া হয়। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দানা বাধে। এরই জের ধরে গতকার বিল্লালকে মেরে রক্তাক্ত জখম করা হয়েছে।

Leave a comment