ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত চিত্রা নদীতে বাঁধ দিয়ে মাছের পোনাসহ অন্যান্য ছোট মাছ ধরার অপরাধে লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা ও অবৈধ বাঁধ উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লুৎফর রহমান মধুপুর গ্রামের মৃত খোরশেদ মণ্ডলের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, কালীগঞ্জের মধ্যে দিয়ে চিত্রা নদী প্রবাহিত। এ নদীর কাদিরকোল দাসপাড়া এলাকায় লুৎফর রহমান নদীর এপার-ওপার বাঁশ-চাটাই দিয়ে স্রোত বাঁধা দিয়ে জাল পেতে ছোট ছোট মাছ ধরছিলো। গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’র আওতায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, অবৈধ বাঁধ দেয়ার বাঁশ, জাল, চাটাই জব্দ করে সেগুলো নিলামে ২ হাজার ৫শ টাকায় বিক্রি করা হয়। চিত্রা নদীর বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি বাঁধ দিয়ে ছোট ছোট মাছ ধরছে এবং পানির প্রবাহকে বিঘ্ন করছে। পর্যায়ক্রমে সেখানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।