আলমডাঙ্গা ক্যানেলপাড়ায় প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা ক্যানেলপাড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নগদ টাকা ও সোনার গয়নাগাটিসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানেলপাড়ার মৃত ফনি ভূষণ দত্তর ছেলে অশিদ দত্তর বাড়িতে কেউ না থাকার সুযোগে পূর্ব থেকে ওত পেতে থাকা চোরচক্র হানা দেয়। বৃহস্পতিবার সকালে অশিদ দত্তর স্ত্রী বাড়িতে তালা দিয়ে আলমডাঙ্গা শহরে মেয়ে বাড়ি বেড়াতে যায়। এ সুযোগে চোরচক্র বাড়ির ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ ১২ হাজার টাকা ও ৪ ভরি সোনার গয়নাগাটিসহ প্রায় দেড় লক্ষাধিক টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।

Leave a comment