১০ বছরের মধ্যে চাঁদে বসবাস

মাথাভাঙ্গা মনিটর: আগামী ১০ বছরের মধ্যেই মানুষের পক্ষে চাঁদে বসবাস করা সম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একদল গবেষক। গত ২০ জুলাই মানুষের চন্দ্র বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে নাসা নতুন এই গবেষণার ফল প্রকাশ করে। এ গবেষণায় আগামী দশ বছরের মধ্যে মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করে দেয়া হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাসার গবেষকেদের মতে, নাসা যদি চন্দ্রাভিযানের পরিকল্পনা করে তবে ২০১৭ সালের মধ্যেই মনুষ্যবিহীন রোবটিক অভিযান পরিচালনা করে সেখানে ২০২১ সালের মধ্যে বসতি তৈরি করে ফেলা সম্ভব। চাঁদে মানুষ পাঠানোর জন্য খরচ খুব বেশি হবে না। পাবলিক-প্রাইভেট যৌথ অংশীদার পদ্ধতিতে এটা করা সম্ভব।