লিবিয়ায় আইএসের গুলিতে ২ বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার: লিবিয়ায় আইএস জঙ্গিদের গুলিতে মোসলেহ উদ্দিন (৩০) ও আরিফুর রহমান সিদ্দিক (২৮) নামে দু বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এর মধ্যে মোসলেহ উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে এবং আরিফুর রহমানের বরিশাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মোসলেহ উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে লিবিয়ার নিয়ার আজদাবিয়া শহরে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের লিবিয়া প্রবাসী রফিকের মাধ্যমে ওই মোসলেহ উদ্দিনের গ্রামের বাড়ির লোকজন মৃত্যু সংবাদ জানতে পারে। পরিবারে স্বচ্ছলতা আনতে দরিদ্র পরিবারের সন্তান মোসলেহ উদ্দিন সাত বছর আগে (২০০৮ সালে) মধ্যপ্রাচ্যের দেশ সুদানে পাড়ি জমায়। পরে সেখান থেকে ২০১২ সালে কয়েকজন বাংলাদেশি বন্ধুর সাথে লিবিয়ায় চলে যান। সেখানে তিনি রেন্ট-এ-কার চালাতেন।

মোসলেহ উদ্দিনের বড় ভাই মোতালিব জানান, গত তিন বছর ধরে তিনি লিবিয়ার আল কুফরা সিটিতে বসবাস করতেন। ঈদের ছুটিতে মঙ্গলবার দুপুরে তিনিসহ অপর তিন বন্ধু লিবিয়ার আরেক শহর নিয়ার আজদাবিয়ায় ঘুরতে যান। পরে সেখানে গিয়ে চার বন্ধুই আইএস জঙ্গিদের কবলে পড়েন। একপর্যায়ে আইএস জঙ্গিদের কবল থেকে পালানোর চেষ্টা করলে গুলিতে মোসলেহ উদ্দিনসহ বরিশালের আরিফুর রহমান সিদ্দিক নামে আরেক যুবক নিহত হয়। সেখান থেকে মোসলেহ উদ্দিনের দু বন্ধু প্রাণে বেঁচে যায়। এসব ঘটনা মোবাইলফোনের মাধ্যমে সরাইলের রফিক তাদেরকে জানান বলেও জানান মোতালিব।

কান্নায় বারবার মুর্ছা যাওয়া মোসলেহ উদ্দিনের মা শামসুন্নার বলেন, আমরার সব আশা শেষ অইয়া গেছে। অহন আমি প্রিয় সন্তানের মুখটা দেখতে চাই। মোসলেহ উদ্দিনের আরেক ভাই মোস্তাক জানান, আমরা চাই দেশের মাটিতে আমার ভাইয়ের লাশটা আনা হোক। সরকার যেন এর সব ব্যবস্থা করে।

এদিকে লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে এলাকার যুবকের মৃত্যুর খবর শুনে নিহতের স্থানীয় বন্ধু ও স্বজনেরাও কান্নায় ভেঙে পড়েন। তারা সবাই মোসলেহ উদ্দিনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।