ম্যাসাজ পার্লারে ওরা ৩১ জন

স্টাফ রিপোর্টার: রাজধানীর ফার্মগেট এলাকায় একটি ম্যাসাজ পার্লারে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৩১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২৬ নারী ও ৫ পুরুষ রয়েছে। পুলিশ জানায়, বিকাল ৩টায় তেজগাঁও থানার ফার্মগেটের রহমান ম্যানসনের দ্বিতীয় তলায় একটি ম্যাসাজ পার্লারে অভিযান চালায় পুলিশ। এ সময় এই ৩১ জনকে আটক করা হয়।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, যে ম্যাসাজ পার্লার থেকে ওই ৩১ জনকে আটক করা হয়েছে ওই পার্লারের কোন নাম নেই। নামবিহীন পার্লার ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ আসে পুলিশের কাছে। এর পরিপ্রেক্ষিতে ওই পার্লারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃত নারী ও পুরুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে তাদের হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

Leave a comment