মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে যোগদানের জন্য গাড়ি চেয়ে না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেআর পরিবহন কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন বিক্ষোভ মিছিলেন নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের বিরুদ্ধে স্লোগান দেন। পরে জেআর কাউন্টারের সামনে এক পথসভায় জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ ও পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, সহসভাপতি রিংকু মাহমুদ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল, ছাত্রলীগ নেতা প্লাবন প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাস লিজন জানান, জেআর পরিবহনের একটি গাড়ি চেয়ে না পাওয়া এবং এমপি অধ্যাপক ফরহাদ হোসেন ছাত্রলীগ সম্পর্কে কটূক্তি করায় ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

Leave a comment