মেধাবী স্কুলছাত্রী পিংকি বাঁচতে চায়

 

সমাজের আর দশজন মেয়ের মতো স্কুলে যেতে চায় মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি পিংকি। মানুষের মতো মানুষ হতে চায় সে। কিন্তু কিডনি সমস্যা তাতে বাঁধা হয়ে দাঁড়ায়। চিকিৎসার খরচ জোগাড় করে পিংকিকে সারিয়ে তোলা দিনমজুর পিতার একার পক্ষে সম্ভব নয়। সবার সহযোগিতায় পিংকি বাঁচতে চায়।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের দিনমজুর জাকারুল ইসলামের মেয়ে জাকিয়া খাতুন পিংকি (১৩)। সে এবছর বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে কিডনি সমস্যায় ভুগছে। বর্তমানে রাজশাহীর জমজম ইসলামী হাসপাতালের ডা. এমএ বারির তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, তার চিকিৎসা খরচ বাবদ দু লাখ টাকা লাগবে। ওই টাকা জোগাড় করে মেয়ের চিকিৎসা করা দিনমজুর পিতা জাকারুল ইসলামের পক্ষে সম্ভব নয়। তাই তিনি একমাত্র মেয়ের মুখে হাঁসি দেখতে চান। মেয়েকে বাঁচাতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সহযোগিতা পাঠানোর ঠিকানা- জাকিয়া, সঞ্চয়ী হিসাব নং-৭২২৯, বাংলাদেশ কৃষি ব্যাংক, মুজিবনগর শাখা, মেহেরপুর। -বিজ্ঞপ্তি।

Leave a comment