মুজিবনগরের দাদপুর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের দাদপুর বিল থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় মেলেনি। আনুমানিক বয়স ৫০ বছর। মুজিবনগর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মুজিবনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী আব্দুস সালেক জানান, বেলা একটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল দাদপুর বিলে যায় এবং নৌকার সাথে বেঁধে লাশ তীরে নিয়ে ডাঙায় তোলা হয়। অজ্ঞাত পরিচয়ের লাশের পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিলো। ৩ থেকে ৪ দিন আগের ভাসমান লাশটি ফুলে গেছে। প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো অঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি প্রতিবন্ধী ছিলো। লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল পাঠানো হয়েছে। পরে লাশের পরিচয় না পাওয়াই মেহেরপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পৌরসভা বেওয়ারিশ লাশ হিসেবে মেহেরপুর পৌর কবরস্থানে বিকেলে দাফন করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে যশোর বাঘারপাড়া উপজেলার জহুরপুর চতুরবাড়ি ছোট ক্ষুদ্রা বিলে একটি মৃতদহটি পাওয়া যায় বলে জানান বাঘারপাড়ার থানার ওসি কাইয়ুম শিকদার। নিহত জাবেদ হোসেন (২২) সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের চকমান মোল্লার ছেলে। তিনি পেশায় রড মিস্ত্রী ছিলেন। নিহতের বড় ভাই মিলনের বরাত দিয়ে ওসি কাইয়ুম শিকদার বলেন, বুধবার থেকে জাবেদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ছোট ক্ষুদ্রা বিলে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment