মাগুরায় আ.লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত ১

 

স্টাফ রিপোর্টার: মাগুরা সদর উপজেলায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রুপদহ সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে। নিহতের নাম নান্নু শেখ (৪৫)। আহতদের মধ্যে ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলেছে, এলাকায় আধিপত্য নিয়ে শত্রুজিৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর মোল্লার ভাই ও দলের সহ-সভাপতি সালাম হাজির সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইকলাস সমর্থক নান্নু শেখের লোকদের বিরোধ চলে আসছে। গত উপজেলা নির্বাচনে এ দ্বন্দ্ব আরও প্রকট হয়। দু পক্ষ দু প্রার্থীকে সমর্থন দেয়। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে সালাম হাজির সমর্থকেরা নান্নু শেখের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে।

Leave a comment