পশ্চিমাঞ্চল রেলের ১৭১ গেটম্যান ছাঁটাই

 

স্টাফ রিপোর্টার: পশ্চিমাঞ্চল রেলের দৈনিক মজুরিভিত্তিক ১৭১ জন গেটম্যানকে হঠাৎ চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের বকেয়া থাকলেও মাত্র ১৫ দিনের মজুরি দিয়েই চাকরিচ্যুত করা হয় তাদের। গত ১৩ জুলাই তাদের চাকরিচ্যুত করা হলেও ঈদের আগের দিন শুক্রবার একযোগে তাদের ফোন করে বিষয়টি জানিয়ে দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে চাকরিচ্যুতদের মধ্যে।

নগরীর কাশিয়াডাঙ্গা লেভেল ক্রসিংয়ে দায়িত্ব পালনরত গেটম্যান বেলাল উদ্দিন জানান, ১৫ বছর ধরে তিনি এই পদে চাকরি করছেন। ২০১২ সাল থেকে প্রতি মাসে তিনি সাড়ে ৪ হাজার টাকা বেতন পেতেন। এর আগে পেতেন ২ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, তার চার মাসের বেতন বকেয়া আছে। ঈদের আগের দিন হঠাৎ ফোন করে ছাঁটাইয়ের ঘোষণা দেয়ায় পর থেকে পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। নগরীর ভদ্রা গেটের দায়িত্বে থাকা একরাম বলেন, তিনি ২০ বছর ধরে এই দায়িত্ব পালন করছেন। স্থায়ী হতে পারেননি। রেলওয়ের কাছে তার চার বছরের মজুরি পাওনা আছে। এসব পাওনা পরিশোধ না করেই মাত্র ১৫ দিনের মজুরি দিয়ে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়েছে। তবে রেলওয়ে সূত্র জানায়, আগে থেকেই লোক নিয়োগ করায় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এখন নতুনরা দায়িত্ব পালন করছেন। এছাড়া ওয়েম্যানদের দিয়েও গেট পাহারা দেয়া হচ্ছে।

Leave a comment