দামুড়হুদায় রেজিস্ট্রেশনবিহীন ৪০টি মোটরসাইকেল আটক : ১০টির বিরুদ্ধে মামলা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে। গতকাল ও পরশু দু দিনব্যাপি ওই মোটরযান বিরোধী অভিযান চালিয়ে মোট ৪০টি মোটরসাইকেল আটক করা হয়। এরমধ্যে ১০টির বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং ৩০টি মোটরসাইকেল আটক করে থানায় নেয়া হয়েছে।

থানাসূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশ সকাল থেকেই চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে অভিযান শুরু করে। এতে মোট ৪০টি মোটরসাইকেল আটক করা হয়। এরমধ্যে রেজিস্ট্রেশনভুক্ত মোটরসাইকেল মালিকদের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের ইনস্যুরেন্স ও চালকের মাথায় হেলমেট না থাকায় মোটরযান অধ্যাদেশের বিভিন্ন ধারায় ১০টির বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং বাকি ৩০টি মোটরসাইকেল আটক করে থানা চত্বরে নেয়া হয়। এদিকে থানা পুলিশের এ অভিযানের ফলে এলাকার অধিকাংশ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল মালিকরা মোটরসাইকেল রাস্তায় বের করতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে। দু একজন বিশেষ প্রয়োজনে বের করলেও সামনে কোন চোকিং আছে কি-না তা বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জেনে নিচ্ছেন। ইতোমধ্যেই কেউ কেউ আবার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও খবর পাওয়া গেছে। ফলে গত দু দিনে আগের মতো আর সড়কে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল খুব একটা চোখে পড়ছে না।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আইজিপি সকল জেলা পুলিশকে ফিটনেসবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছেন। তাই এ বিষয়ে কোনোভাবেই ছাড় দেয়ার সুযোগ নেই। বিশেষ করে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ক্ষেত্রে। অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

Leave a comment