তামিমকে ধাক্কা দেয়ায় ডি কককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ধাক্কা দেয়ায় দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কককে জরিমানা করা হয়েছে। ডি কককে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। গতকাল বৃহস্পতিবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের এমন কাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। সে কারণে ম্যাচ রেফারি ক্রিস ব্রড ডি কককে লেভেল-২ অপরাধের জন্য ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন। গত বুধবার টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে কয়েকবারই বাগযুদ্ধ হয় তামিম-ডি ককের। ওভারের শেষ বলটি খেলেই ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেন তামিম। উইকেটরক্ষক কুইন্টন ডি কক নিজেদের ড্রেসিং রুমের দিকে যেতে থাকেন। তার ঠিক আগ মুহূর্তে তামিমকে কনুই দিয়ে ধাক্কা মারেন ডি কক। বিষয়টি আম্পায়ারকে অবহতি করেন তামিম।

এ সময় হাশিম আমলা এসে ডি কককে সরিয়ে দেন। পেসার ডেল স্টেন সেখানে এসে তামিমের কাঁধে হাত রেখে তার সাথে কথা বলেন।