স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঝিনাইদহের ৬টি উপজেলায় সড়ক-মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। বুধ থেকে গতকাল বৃহস্পতিবার দুপর দেড়টা পর্যন্ত জেলা পুলিশের এ অভিযানে ১৭৭টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ এবং ৩৩৮টি মামলা করা হয়। জব্দকৃত মোটরসাইকেল গুলো স্ব স্ব থানায় রাখা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলার ৬টি উপজেলার সড়ক-মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। বুধবার থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৭৭টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সব মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৩৩৮টি মামলা দেয়া হয়। জেলা শহরের পোস্ট অফিস মোড়, থানা গেট, বাসটার্মিনালসহ ৬টি থানায় এ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানে যেমন আইনশৃঙ্খলার উন্নতি ও সরকারের কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা হবে বলে তিনি জানান। ফলে এ অভিযান অব্যাহত থাকবে।