মেহেরপুর গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নুরজাহান বেগম ও সাধারণ সম্পাদক নাজমিন আক্তার চামেলীসহ কমিটির অন্য সদস্যদের অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক লিখিত শুভেচ্ছা বার্তায় কমিটির সাফল্য কামনা করেন তিনি।
লিখিত বার্তায় মকবুল হোসেন এমপি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব। নারীদের জীবন মানোন্নয়ন ও কর্মক্ষেত্রে নারীদের কাজ করার সুযোগ করে দিয়েছে। ফলে দেশের অর্থনীতিসহ গুরত্বপূর্ণ সব ক্ষেত্রেই অবদান রাখার মধ্যদিয়ে নারীরা তাদের সক্ষমতা মেলে ধরেছেন। বর্তমান সরকারের সাফল্যগাথা মাইলফলকে নারীদের সাফল্য যুক্ত হচ্ছে। তাই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে সাংগঠনিক শক্তিও প্রয়োজন রয়েছে। আজকের মহিলা আওয়ামী লীগ রাজনীতিসহ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন ও জানিয়ে সাংগঠনিক সাফল্য কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি।