কক্সবাজারে ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশ নিহত

স্টাফ রিপোর্টার: কক্সবাজার সমুদ্রসৈকতের কাছে সন্দেহভাজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আটক করা হয়েছে সন্দেহভাজন দু ছিনতাইকারীকে। গতকাল বৃহস্পতিবার সকালে বাহারছড়া এলাকার গোলচক্কর মাঠে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশের নিহত কনস্টেবলের নাম মো. পারভেজ। তার বাড়ি কুমিল্লা সদরে। বাবার নাম মো. বশির। ট্যুরিস্ট পুলিশের সহকারী সুপার মো. জহিরুল ইসলাম বলেছে, সকাল সাতটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একটি রেস্তোরাঁর সামনে দায়িত্ব পালন করছিলেন পারভেজ। কাছেই পাঁচ-ছয়জন ছিনতাইকারী পর্যটকদের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করলে এগিয়ে যান পারভেজ। এ সময় ছিনতাইকারীরা দৌড়ে গোলচক্কর মাঠে চলে যায়। পারভেজসহ ট্যুরিস্ট পুলিশের একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইয়ের অভিযোগে গোলচক্কর মাঠ থেকে আবু তাহের ও আবদুল হককে আটক করা হয়। তাদের গাড়িতে তোলার সময় পেছন দিক থেকে এসে আরেক ছিনতাইকারী পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment