রাশিয়া বিশ্বকাপ নিয়ে ব্রাজিলের হাল্কের শঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়া ২০১৮ বিশ্বকাপে দর্শকরা বর্ণবাদী আচরণ করতে পারে বলে মনে করছেন ব্রাজিলের ফরোয়ার্ড হাল্ক। রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে খেলার অভিজ্ঞতা থেকেই শঙ্কাটা জেগেছে তার মনে। রাশিয়াতে এটা (বর্ণবাদী আচরণ) প্রায় প্রত্যেক ম্যাচেই ঘটে। কিন্তু বাকি বিশ্ব এটা জানতে পারে না, কারণ তারা সেটা চেপে রাখে। বিষয়টি নিয়ে রাশিয়ার ক্রীড়া মন্ত্রী ভিতালি মুতকো বলেন, এটাকে বড় কোনো কেলেঙ্কারি বানানো উচিত হবে না। রাশিয়ার প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার ডিফেন্ডার এসেকিয়েল গারায়ও হাল্কের সাথে গলা মিলিয়েছেন। এটা একটা যন্ত্রণা। জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো এটা এখানে ঘটে। কিন্তু সমর্থকদের উচিত প্রত্যেককেই শ্রদ্ধা করা।