ফিফার দুর্নীতিতে পণ্ড ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ!

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার দু সতীর্থ লিওনেল মেসি আর নেইমারের মুখোমুখি লড়াই এ বছর আপাতত দেখা হচ্ছে না ফুটবল বিশ্বের। আগামী সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিল হয়ে গেছে।ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি যুক্তরাষ্ট্রে ৫ সেপ্টেম্বর হওয়ার কথা ছিলো। তদন্তের পর ফিফার বিরুদ্ধে দুনীর্তির অভিযোগের বিষয়টি ছড়িয়ে পড়াতেই আমেরিকার সুপার ক্লাসিক নামে পরিচিত ম্যাচটি হতে পারছে না। আর্জেন্টিনা জাতীয় দলের লজিস্টিক সামলানো প্রতিষ্ঠানটি মঙ্গলবার ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার কথা জানায়।

আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজনের স্বত্ব পাওয়া কোম্পানি ফুল প্লের দু মালিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগ ওঠার পর তাদের আর্জেন্টিনায় গৃহবন্দি করে রাখা হয়েছে। এ কারণে ম্যাচটি বাতিল করতে হয়েছে। ২৯ মে ফিফার নির্বাচনের দুই দিন আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ। গ্রেফতারের ওই ঘটনার পর সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ১৪ জন ফুটবল ও বিপণন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনে। এই ১৪ জনের মধ্যে আর্জেন্টিনার ওই দুই ব্যবসায়ীও আছেন।