ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সড়কে রেজিস্ট্র্র্রেশনবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রেজিস্ট্রেশনবিহীন ১৩৯টি মোটরসাইকেল আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলো স্ব স্ব থানায় রাখা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে অভিযান শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অভিযান চলবে।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, জেলার সড়কগুলোতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গতকাল সকাল থেকে ঝিনাইদহে অভিযান পরিচালনা করছে পুলিশ। জেলা শহরের পোস্ট অফিস মোড়, থানা গেট, বাসটার্মিনালসহ ৬টি থানায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানকালে সদর উপজেলা থেকে রেজিস্ট্রেশনবিহীন ৬০টি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় রেজিস্ট্রেশন না করে মোটরসাইকেল চালানোর অপরাধে স্ব স্ব মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে জেলার বাকি ৫টি উপজেলা থেকে আরো ৭৯টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক ও তাদের বিরুদ্ধে মামলা করা হয়। জেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ।