জীবননগর থানা পুলিশের অভিযান : জালটাকাসহ আন্দুলবাড়িয়ার আশরাফুল আটক

 

স্টাফ রিপোর্টার: জীবননগর আন্দুলবাড়িয়া খাপাড়ার আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩২ হাজার জালটাকা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতি তাকে আটক করে। এ বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া খাপাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৮) দীর্ঘদিন ধরে জালটাকার ব্যবসা করে আসছে। তাকে আটক করার জন্য পুলিশ জাল বিস্তার করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আশরাফুল ইসলাম জালটাকা নিয়ে আসছে। এমন সংবাদ পেয়ে জীবননগর থানার এএসআই তকিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দেহাটী গ্রামে ওত পেতে বসে। রাত সাড়ে ৯টার দিকে একটি মিশুকগাড়ি থামিয়ে আশরাফুল ইসলমাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩২টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। গতরাতেই এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। আজ আশরাফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment