জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা জাসদের যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সমকালের জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েমের ঘাতক রাজিব ৩ দিনের রিমান্ডে গতকাল বুধবার দ্বিতীয় দিনে হত্যার কথা স্বীকার করেছে। সে নিজেই আবুল সায়েমকে হত্যা করেছে বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। তবে এ হত্যার পেছনে কোনো মদদদাতা আছে কি-না তা এখনো পুলিশকে সে বলেনি। আজ বৃহস্পতিবার তার ৩ দিনের রিমান্ড শেষ হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সাংবাদিক আবু সায়েম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফুল কবির জানান, গত ১০ জুলাই মামলার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দপূর্বক ঘাতক রাজিবের ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে গত ১৪ জুলাই ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালত থেকে জীবননগর থানা কাস্টডিতে নিয়ে রিমান্ডের প্রথম দিনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হলে রাতে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নেয়া হলে সে পুলিশের নিকট সাংবাদিক আবু সায়েম হত্যার কথা স্বীকার করে। তবে কি কারণে সাংবাদিক আবু সায়েমকে সে হত্যা করেছে এবং এর পেছনে কেউ জড়িত আছে কি-না তা পুলিশ জানায়নি।
উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে ঘাতক রাজিব সরকার লালসালু পরে সাধু সেজে সাংবাদিক আবু সায়েমের শয়নকক্ষে প্রবেশ করে এবং তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় আবু সায়েমকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয় এবং পরদিন ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।