স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় সরকারি কলেজের এফএফ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্লাসরুটিন তুলে দেয়া হয় এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে তাগিদ দেয়া হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমীন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুল ওয়াদুদ মালিক। এ সময় কলেজ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৬০ জন, মানবিক বিভাগে ৩৫০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০০ জন। অনলাইন পদ্ধতিতে আবেদনকৃত এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসমুখি হওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে স্বল্প সময়ের মধ্যে একটি বড় কোর্স সুষ্ঠুভাবে সম্পন্ন করে ভালো ফলাফল করতে হবে। তবেই উচ্চ শিক্ষার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবে।