স্টাফ রিপোর্টার: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসলামী ব্যাংকের সাবেক এক পরিচালকসহ জামালপুরের ছয় ব্যক্তির খোঁজে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন ও মোহাম্মদ আবুল হাশেম। এ মামলার প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, এক সপ্তার মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এরপর যদি তারা আত্মসমর্পণ না করেন তাহলে ১০ আগস্ট আদালত চার্জ শুনানির বিষয়ে আদেশ দেবেন। মামলার অন্য দু আসামি অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে বদর ভাই এবং এসএম ইউসুফ আলী কারাগারে আছেন। গত ২ মার্চ এই আটজনের গ্রেফতারে পরোয়ানা জারি করেছিলেন ট্র্রাইব্যুনাল। পরদিন পুলিশ শামসুল ও ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করে। গতকাল বুধবারও এই দুজন কাঠগড়ায় ছিলেন।
আইনজীবী পেলেন হবিগঞ্জের রাজ্জাক: যুদ্ধাপরাধ মামলার পরোয়ানাভুক্ত আসামি হবিগঞ্জের আব্দুর রাজ্জাকের পক্ষে লড়ার জন্য মামলার আসামি তার দু চাচাতো ভাইয়ের আইনজীবীকেই নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। দরিদ্র হওয়ার কারণ উল্লেখ করে আইনজীবী নিয়োগে অক্ষমতা জানানোর পর বুধবার ট্রাইব্যুনাল এ নিয়োগ দেন। আদালত রাজ্জাককে কাঠগড়া থেকে সামনে ডেকে আইনজীবী না থাকার কারণ জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আইনজীবী নিয়োগের সামর্থ্য তার নেই। আদালত বলেন, আমরা আইনজীবী দিয়ে দিচ্ছি। সরকারি খরচে তিনি আপনার মামলা করে দেবেন। রাজ্জাক এতে সম্মতি জানালে আদালত আইনজীবী মাসুদ রানাকে নিয়োগ দিয়ে ৯ আগস্ট পরবর্তী শুনানির দিন রাখেন। এ সময় আদালতে রাজ্জাকের দু চাচাতো ভাই যুদ্ধাপরাধ মামলার আসামি মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়া উপস্থিত ছিলেন। মহিবুর (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আর মুজিবুর (৬০) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
১৯ সন্দেহজনকের তদন্তে সময় বৃদ্ধি: কক্সবাজারের ১৯ সন্দেহজনক যুদ্ধাপরাধীর বিষয়ে অগ্রগতি বা চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ২৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন একই ট্রাইব্যুনাল। প্রসিকিউটর রানা দাশগুপ্তের আবেদনে আদালত এই দিন ধার্য করেন। রানা দাশগুপ্ত বলেন, চূড়ান্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দাখিলে আমি দু মাস সময় চেয়েছিলাম। আদালত ২৩ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন।