আলমডাঙ্গায় লাইসেন্সবিহীন ২০টি মোটরসাইকেল আটক

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ২০টি মোটরসাইকেল আটক করেছে। গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদের নির্দেশে এসআই টিপু, এসআই আনিস ও এসআই অচিন্ত অভিযানে অংশ নেন। গতকাল দুপুরে প্রথমে এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরে অভিযান শুরু করেন। ২০টি মোটরসাইকেল আটক করে থানায় নেয়া হয়। পরে আটককৃত মোটরসাইকেল মালিকদের বলা হয় বিআরটিএ অফিসে লাইসেন্সের ফি জমা দিয়ে রসিদ নিয়ে এসে গাড়ি নিয়ে যেতে।

Leave a comment