দীর্ঘ প্রায় তিন বছর সাজাভোগ শেষে দর্শনা সীমান্ত হয়ে নিজ দেশ ভারতে ফিরলেন নূরাই শেখ

 

দামুড়হুদা প্রতিনিধি/দর্শনা অফিস: দীর্ঘ ২ বছর সাড়ে ৯ মাস বাংলাদেশে কারাভোগের পর গতকাল নিজ দেশ ভারতে ফিরেছেন নুরাই শেখ। ৫০ বছর বয়সী নূরাই শেখ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত ২০১২ সালের ৫ অক্টোবর অনুপ্রবেশ করলে বিজিবির হাতে ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম ও চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এসআই মাহবুব এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বি জাদব ও ইমিগ্রেশন কর্মকর্তা পি আদব। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৫ অক্টোবর সকালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট থানার লক্ষ্মীপুর গ্রামের মতিন শেখের ছেলে নূরাই শেখ ভারতীয় রুপিসহ দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের ৯১ নম্বর মেন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মুন্সিপুর ক্যাম্পের টহলরত বিজিবি তাকে আটক করে। এরপর তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করে। পরের দিন তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হলে আদালত জেলহাজতে প্রেরণ করে। দীর্ঘ ২ বছর সাড়ে ৯ মাস কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে ফেরত দেয়া হয়।