দক্ষিণ আফ্রিকার মানুষদেরও মন জিতেছে বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: বড় দল হতে গেলে যে বড় মনের সমর্থকও দরকার, সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিলো দক্ষিণ আফ্রিকানরা। বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচে বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারের পরেও নিজ দেশের ক্রিকেট দলের পাশেই থাকছে তারা। দেশের হারে দুঃখবোধ থাকলেও বিজয়ী বাংলাদেশকেও আন্তরিক অভিনন্দন জানাতে ভুলছে না। দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষদের চোখে ওয়ানডে সিরিজ গেছে যোগ্যতার দলের ঘরেই। সৌম্য, তামিম, মুস্তাফিজ, সাকিবদের ক্রিকেট সত্যিকার অর্থেই হৃদয় জয় করেছে তাদের। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে শেয়ার করা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সিরিজ হারের খবরটির নিচে মন্তব্য এসেছে ঝাঁকে ঝাঁকে। সেখানে দেখা গেছে, দেশ হেরে গেলেও দেশের খেলোয়াড়দের গালিগালাজ করে একটিও মন্তব্য নেই। বরং সবাই অভিনন্দনে ভাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। অনেকে আবেগভরে লিখেছেন, ‘হার-জিত যা-ই আসুক, প্রিয় প্রোটিয়া ক্রিকেট দলের সাথেই থাকছি আমরা।’