ঈদের প্রস্তুতি সম্পন্ন : সর্বত্র সাজ সাজ রব

চুয়াডাঙ্গা মেহেরপুরের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের কে কোথায় ঈদ করছেন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা মাঠে প্রথম জামাতে নামাজ আদায় করবেন। নামাজ শেষে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশলবিনিময় করবেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এবার ঈদে দেশের বাইরে থাকছেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর পৌর ঈদগা ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস চুয়াডাঙ্গায় সপরিবারে ঈদ উদযাপন করবেন। পুলিশ সুপার রশীদুল হাসান চুয়াডাঙ্গায় সপরিবারে ঈদ উদযাপন করবেন। পুলিশ লাইন ঈদগা ময়দানে নামাজ আদায় করেবেন। তিনি সারাদিন পুলিশ লাইনে সকল সবাইকে নিয়ে ব্যস্ত দিন পার করেন এবং দুপুরে পুলিশের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করবেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু প্রতি বছরের ন্যায় এবারও দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন সংলগ্ন রেলইয়ার্ড ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ঈদের দিন নামাজ আদায় শেষে এলাকার নেতাকর্মীসহ আত্মীয়স্বজনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করবেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা প্রথম জামাতে নামাজ আদায় করবেন। নামাজ শেষে পিতা-মাতার কবর জিয়ারত করেবন। পরে দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুল হক বিশ্বাস মনিরামপুরে নিজ গ্রামের ঈদগা ময়দানে নামাজ আদায় করবেন।

চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান ঈদের নামাজের পরপরই এতিমদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি দুপুরের খাওয়াটা চুয়াডাঙ্গা শিশু সদনের শিশুদের সাথেই সেরে নেবেন। সন্ধ্যায় অতিথি আপ্যায়নের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন দীর্ঘদিন যাবত আলমডাঙ্গা শহরে বসবাস করছেন। তিনি দারুস সালাম ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর তিনি চুয়াডাঙ্গায় যাবেন হুইপ মহোদয়ের সাথে দেখা করতে। ফিরে এসে বাড়িতেই অবস্থান করবেন। বাড়িতে তার সাথে দেখা করতে আসা দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সাথে সৌজন্য আলাপচারিতায় ব্যস্ত সময় পার করবেন। এদিকে আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন দারুস সালাম ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর তিনি পিতা-মাতা, আত্মীয়স্বজনসহ পূর্ব পুরুষদের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করবেন। পরে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের সাথে কুশলাদি বিনিময় করবেন। বাদ জোহর তিনি পৌরসভাধীন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এলাকাবাসীর সাথে সৌজন্য আলাপচারিতায় ব্যস্ত সময় পার করবেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান নিজ গ্রাম হাউলীহাজিপাড়া ঈদগাহে নামাজ আদায় করবেন। তিনি উপজেলাবাসিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নামাজ শেষে এলাকার নেতাকর্মীসহ আত্মিয়-স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময়ের মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করবো ইনশাল্লাহ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। তিনি ঈদের মাঠে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। নামাজ শেষে নিজস্ব দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এদিকে জীবনগর উপজেলা বিএনপির একাংশের সভাপতি পৌর মেয়র হাজি মো. নোয়াব আলী জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। ঈদগা ময়দানে তিনি সকলের সাথে ঈদের কুশল বিনিময় করবেন। বাড়ি ফিরে দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

মেহেরপুর অফিস ও গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী তার নিজ গ্রাম খন্দকারপাড়া ঈদগা ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম মেহেরপুর পুরাতন ঈদগা ময়দানে ও পুলিশ সুপার হামিদুল আলম পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় করবেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের জামাতে নামাজ পড়বেন। মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তার নিজ গ্রাম গাংনীর হিন্দা ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন মেহেরপুর পৌর ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু মেহেরপুর পৌর ঈদগা ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী চৌগাছা ঈদগা ময়দানে নামাজ আদায় করবেন।