সৌম্য সরকারের গ্রামের বাড়িতে বিদ্যুত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার সৌম্য সরকারের গ্রামের বাড়িতে পৌঁছে গেলো বিদ্যুত। শুধু সৌম্য সরকারের গ্রামের বাড়ি নয়, সৌম্য সরকারের বদৌলতে আশপাশের আরো ৪ গ্রামের ৪শ পরিবারে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে সৌম্য সরকারের গ্রামে বসেছে যেন আনন্দের বন্যা। গতকাল বুধবার সকালে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্ধকার আচ্ছন্ন গ্রামে আলো ফিরে এসেছে। আমরা শ শ বছর অন্ধকারে ছিলাম। সৌম্য সরকার আমাদের আলোকিত করেছে। আমরা এখন রাতেও কাজ কাম করতে পারব। গোটা গ্রামে যেন আনন্দের বন্যা। এর আগে গতকাল মঙ্গলবার শেষ বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গাসহ ৪টি গ্রামের ৪০০টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক সৌম্য সরকারের গ্রামের বাড়ি মহিষাডাঙ্গায় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি হাজির হয়ে এ বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। সৌম্য সরকারের সহযোগিতায় আশাশুনির প্রত্যন্ত অঞ্চল মহিষাডাঙ্গার জনগণ বিদ্যুতের আলোয় আলোকিত হতে পেরে আনন্দে তারা যেন আত্মহারা হয়ে পড়েছে।