মাথাভাঙ্গা মনিটর: ইইউভুক্ত দেশের বাইরের শিক্ষার্থীদের কাজের সুযোগ রহিত করাসহ তাদের ভিসায় বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থী ভিসার (টিয়ার ৪) নতুন নিয়ম প্রকাশ করা হয়। এসব পরিবর্তনের মাধ্যমে মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের বাইরে থেকে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীদের ওপর বেশ কিছু নতুন শর্ত চাপানো হয়েছে। আগে বেসরকারি কলেজের শিক্ষার্থীরা কাজ করতে না পারলেও পাবলিক ফান্ডেড (সরকারি কলেজ) কলেজে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীরা সপ্তায় ১০ ঘণ্টা কাজ করতে পারতেন। সেই সুযোগও এবার বন্ধ করা হলো। আগামী আগস্ট থেকে যারা কলেজে ভর্তি হয়ে যুক্তরাজ্যে আসবেন তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে। কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যুক্তরাজ্যে থেকে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। তবে কলেজ যদি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো ইউনিভার্সিটির নিয়ন্ত্রণাধীন হয়, তবে যুক্তরাজ্যে থেকে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাওয়া যাবে। আসছে নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।