মাথাভাঙ্গা মনিটর: ১৯৯৩ সালের মার্চে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে চালানো ধারাবাহিক বোমা হামলার অন্যতম প্রধান অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি ৩০ জুলাই কার্যকর করা হবে। সন্ত্রাসী ওই হামলায় নিজের ভূমিকার জন্য দোষী সাব্যস্ত হন মেমন। প্রেসিডেন্টের কাছে করা প্রাণ ভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হওয়া পর মেমনের ফাঁসি কার্যকর করার সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। মহারাষ্ট্রের নাগপুর কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইজুড়ে ধারাবাহিক ১৩টি বোমার বিস্ফোরণে ২৫৭ জন নিহত ও ৭০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। এ হামলা পরিকল্পনায় অর্থের যোগান দিয়েছিলেন মেমন। ৫৩ বছর বয়সী ইয়াকুব মেমন মুম্বাই হামলার ঘটনায় পলাতক অপর অন্যতম প্রধান অভিযুক্ত আসামি টাইগার মেমনের ভাই।