পরমাণু চুক্তি হওয়ায় তেহরানে উল্লাস

 

মাথাভাঙ্গা মনিটর: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিমান দেশগুলোর সাথে চুক্তি হওয়ায় দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এ খবর শোনার সাথে সাথেই রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। মেতে ওঠেন উল্লাসে। অবশ্য এ জন্য ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপিত হবে। ইরান ও যুক্তরাষ্ট্র দুজনেই এ চুক্তিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই চুক্তির ফলে নিশ্চিত হলো যে ইরান আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারছে না। ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। উল্লেখ্য, দীর্ঘ আলোচনার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক কর্মসূচি বিষয়ে সমঝোতা হয়।

Leave a comment