তৃতীয় ছেলেটাও গেলো ইসরায়েলি গুলিতে

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনিদের দ্বিতীয় মুক্তি আন্দোলনের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় দু ভাই সামির (১৫) ও ইয়াসির (১১)। দু ছেলে হারানোর শোক এক দশকেরও বেশি সময় ধরে একটি বাঁধানো ছবিতে ধারণ করে আসছিলো ফিলিস্তিনির একটি পরিবার। দিন দশেক আগে পরিবারটির শহীদ সন্তানের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম, আরেকটি ছবি। ফাতিমা ও সামি কাসবার তৃতীয় ছেলে মোহাম্মদও (১৭) ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারিয়েছে। সবশেষ এই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে জন্ম দিয়েছে ক্ষোভ। ঘটনাটির ভিডিওচিত্র প্রকাশিত হওয়ার পর ইসরায়েলেও শুরু হয়েছে বিতর্ক। মোহাম্মদের নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী প্রাথমিকভাবে যে বিবরণ দিয়েছে, ভিডিওচিত্রে তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত ৩ জুলাই দখল করা পশ্চিম তীরে একটি তল্লাশি চৌকির কাছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে পাথর ছোড়ে মোহাম্মদ। এরপরই তাকে গুলি করে হত্যা করে এক ইসরায়েলি সেনা।

Leave a comment