চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৮ ব্যাচের বন্ধুদের উদ্যোগে গতকাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এ ছাড়াও নিরাপদ চুয়াডাঙ্গা জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে,

চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের ৭৮ ব্যাচের বন্ধুদের ইফতার মাহফিল মুসা ও বরসাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। জাহিদ হাসান জোয়ার্দ্দারের বাদুরতলায় অনুষ্ঠিত ইফতার মাহাফিলে সভাপতিত্ব করেন আহ্বায়ক আলাউদ্দীন হেলা। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন হাবিবুর রহমান লাভলু, জাহিদ হাসান, ইকবাল আক্তার রাজু, তোসাদ্দের হোসেন চপলসহ বন্ধুমহল।

নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ সড়ক চাই আহ্বায়ক কমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, যুগ্মআহ্বায়ক জেড আলম ও নুঝাত পারভীন, সদস্য সচিব মাহাবুল ইসলাম, আমন্ত্রিত অতিথি শাহ আলম সনি, সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, কোহিনুর বেগম, জাকির হোসেন, নূরুন্নাহার কাকলী, গোলাম রহমান, শিখা সেন গুপ্তা, হিরন উর রশিদ শান্ত, শামীম হোসেন, উবাইদুল ইসলাম তুহিন ও মাহমুদ আল জান্নাতসহ কার্য়করী কমিটির সদস্যরা।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছেন, আলমডাঙ্গায় গতকাল পৃথকভাবে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির একাংশ গতকাল বিকেলে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলের আলোচনাসভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইসরাফ হোসেন, অ্যাড শামীম রেজা ডালিম, শহীদুল ইসলাম রতন, মীর ইসমাইল হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন।

জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আয়ুব হোসেন, আমজাদ হোসেন, রেজাউল হক, বিল্লাল হোসেন, মহিনুল হক, আলী হোসেন, আব্দুর রশিদ, হাফিজুর রহমান চমক, লিয়াকত আলী, আব্দুল হান্নান, মফিজ উদ্দীন, আকরাম হোসেন, ডাক্তার আব্দুল লতিফ, আকতার হোসেন, ইউসুফ হোসেন বিল্লাল মাস্টার, ডাক্তার শাহজাহান, জেলা যুবদল নেতা মিন্টু, কামাল হোসেন, মীর উজ্জ্বল, উপজেলা যুবদল নেতা নাসির উদ্দীন, গোলাম হোসেন, ওহিদুল ইসলাম বাবু, পৌর যুবদল নেতা ফারুক হোসেন, মামুন, চান্দু, তাইজেল, শোয়েব, আলমগীর, সালাম, আলতাফ, খবির, জেলা ছাত্রদল নেতা তৌফিক খান, ডালিম, শওকত, রানা, সাগর, রুবেল , জনি, সেলিম, আজমির, লিটন, জাহিদ, সুন্নত, রবিউল প্রমুখ। অন্যদিকে আলমডাঙ্গা বণিক সমিতির অডিটরিয়ামে আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াত বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে ইফতার মাহফিল ও আলোচনাসভার আয়োজন করে।

উপজেলা জামায়াতের সভাপতি নূর ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস সহিদ, উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সম্পাদক আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মিল্টন মল্লিক।

জামায়াত নেতা বিল্লাল হুসাইনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌর জামাতের সেক্রেটারি অ্যাড মাসুদ পারভেজ রাসেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ মাও আব্দুল কাদের, অ্যাড. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দারুস সালাম, ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী, যুবদল নেতা মাগরিবুর রহমান, মিন্টু, ফরহাদ, আব্দুল কুদ্দুস, মামুন রেজা, শওকত আলী, বদর উদ্দীন, শফিউল আলম, এনামুল, আশাদুল প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা শ্যামপুরে আ.লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শ্যামপুর মাদরাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আজাদ হোসেন, বিল্লাল হোসেন, আশরাফুল আলম বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, মাহবুবুল ইসলাম খোকন, সানোয়ার হোসেন, মওলা বক্স, আরিফ বিশ্বাস, রফিকুল ইসলাম, আজিজুল বিশ্বাস, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, সাজাহান মোল্লা, আমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফ মল্লিক, অপু, মাসুম, শফি, রায়হান প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর পারিবারিক উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর গ্রামের বাড়ি বদনপুরস্থ জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মওলা বক্স, রবিউল আলম মন্টু মিয়া, তালিম হোসেন, বাবুল, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

এদিকে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনপ্রিয় বীমার সৌজন্যে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭২ জন বীমা গ্রাহকের হাতে লভ্যাংশসহ ১৪ লাখ ১০ হাজার ৫শ ৫২ টাকার চেক হস্তান্তর করা হয় । অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, চুয়াডাঙ্গা-১ সার্ভিসিং সেলের ইনচার্জ ও এসএপিডি আজাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির খুলনা সার্কেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক কামরুজ্জামান চাঁদ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মুজিবনগর পর্যটন মটেলে মুজিবনগর শিশু পরিবারের ছাত্রীদের নিয়ে এ ইফতার মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাষক মো. শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত হেসেন, মুজিবনগর উপজেলা নিবাহী অফিসার অরুণ কুমার মণ্ডল, উপপরিচালক আবুবক্কর ছিদ্দিক, উপতত্ত্বাবধায়ক তৌফিকুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু।