আজ বৃহস্পতিবার থেকে ট্রেনের ফিরতি টিকেট

 

স্টাফ রিপোর্টার: ঈদ উদযাপন শেষে যাত্রীদের ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে আজ বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করছে। রেলওয়ে সূত্র জানায়, ঈদ-পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে। ২০ জুলাই যাত্রার টিকেট ১৬ জুলাই, ২১ জুলাই যাত্রার টিকেট ১৭ জুলাই, ২২ ও ২৩ জুলাই যাত্রার টিকেট ১৯ জুলাই এবং ২৪ জুলাই যাত্রার টিকেট ২০ জুলাই বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ে টিকেট বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করেছে। রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে টিকেট বিক্রি করা হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ১৬৯টি অতিরিক্ত যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করেছে।