অপহৃত চার পুলিশকে হত্যা করেছে মাওবাদী বিদ্রোহীরা

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা অপহূত চার পুলিশকে হত্যা করেছে। গতকাল বুধবার সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, মাওবাদী বিদ্রোহীরা অপহরণের পর চার পুলিশকে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। হত্যার পর তাদের লাশ জঙ্গলের কাছের একটি সড়কে ছুড়ে ফেলেছে। পুলিশ অপরাধীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে বলে তিনি জানান। গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাস বাজাপুর জেলার কুটরো গ্রামের মধ্যদিয়ে যাওয়ার সময়ে বিদ্রোহীরা এসব পুলিশকে অপহরণ করে। মাও নিয়ন্ত্রিত কুটরো এলাকা রাজধানী রায়পুর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

Leave a comment