পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিলে কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর দু নাতিসহ ১১ জন : ট্রাকচালকসহ আটক ৩
স্টাফ রিপোর্টার: যশোর-খুলনা মহাসড়কের শাখারীগাতিতে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাইকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গাজী আব্দুর রহমান নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় মৃত্যু মিছিলে শামিল হয়েছে কুষ্টিয়া পৌর মেয়রের শিশু দু নাতিসহ ১১ জন। গতকাল মঙ্গলবার পৃথক স্থানে পৃথক ৪টি দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই গাজী আব্দুর রহমান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। নড়াইল সদর উপজেলার পলয়ডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে তিনি। নড়াইলে পৈত্রিকবাড়ি হলেও তার পরিবার বাগেরহাটের ফকিরহাট টাইন নোনাপাড়ায় বসবাস করে। গতকাল মঙ্গলবার ছুটি নিয়ে তিনি ঝিনাইদহে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাগেরহাটের ফকিরহাটে যাওয়ার পথে সন্ধ্যায় যশোর জেলা সদরের শাখারীগাতি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আছড়ে পড়েন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ট্রাক (চুয়াডাঙ্গা-থ- ১১-০২০০) চালক ঝিনাইদহ কালীগঞ্জের বড় ডাউকির মকুল ও অপর ট্রাক (ঝিনাইদহ-ট-১১- ০৯২৫) চালক যশোর মনিরামপুরের কানাপুর শেখপাড়ার মোশারফ হোসেন খোকনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা এদেরকে ধরে পুলিশে দেয়। যশোর পুলিশের এসআই জাহাঙ্গীর বলেছেন, আলমডাঙ্গা থানার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহমান সন্ধ্যায় মোটরসাইকেল করে খুলনার দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাখারীগাতি এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর স্থানীয় জনতা ট্রাকসহ চালক ও তার সহকারীসহ তিনজনকে আটক করে পুলিশে দেয়। এসআই জাহাঙ্গীর আরও বলেন, ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধারের পর পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে তার কর্মস্থলের তথ্য পাওয়া যায়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, নিহত এস আই আব্দুর রহমান ১৪/১৫ দিন আগে আলমডাঙ্গার পাইকপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর থানাতেও দায়িত্ব পালন করেন। ঈদের দিন তিনি ছুটি পাননি। ঈদের দিন কর্মস্থলে দায়িত্ব পালনের কথা ছিলো। সে কারণে তিনি ঈদের আগেই একবার নিজবাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নোনাপাড়া গ্রাম থেকে ঘুরে আসতে চেয়েছিলেন। গতকাল তিনি নিজবাড়ি যাওয়ার জন্য ছুটি নেন। দুপুরে আলমডাঙ্গা থানা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে দুর্ঘটনায় তিনি নিহত হন। এ খবর আলমডাঙ্গায় সহকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেছেন, ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়ে প্রাণ হারিয়েছেন। অপরদিকে যশোর পুলিশ নিহত এসআই গাজী আব্দুর রহমানের মৃতদেহ হাসপাতাল মর্গে রেখেছে। আজ বুধবার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। যশোর থানায় হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাহিয়া (৩) ও তাথৈ (২) নামে দু বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাহিয়া ও তাথৈ কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নাতনি। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সকালে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছোট মেয়ে তন্বী ও জামাই জাহিদ হোসেন পরিবারসহ ঈদের ছুটিতে ঢাকা থেকে কুষ্টিয়ায় ফিরছিলেন। দুপুর ১২টার দিকে প্রাইভেটকারটি কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ক্লাব মোড় এলাকায় পৌঁছুলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। প্রাইভেটকারের ভেতরে থাকা পৌর মেয়রের ছোট মেয়ে ও জামাই বেরিয়ে আসলেও তাদের দু মেয়ে তাহিয়া ও তাথৈ তলিয়ে যায়। পরে স্থানীয়রা তল্লাশি করে মৃত অবস্থায় দু বোনকে উদ্ধার করে।
খোকসা থানার অফিসার ইনচার্জ কাজী দাউদ খান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে দু শিশুর মৃত্যু হয়। খাদে বেশি পানি থাকায় প্রাইভেটকারটি তলিয়ে যায়।
অপরদিকে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। ঈদে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা শুরুর মধ্যে গত সোমবার দিবাগত রাত ও গতকাল মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। আহত হয়েছেন আটজন। গতপরশু দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক রাসেল মোল্লা (৩৫) ও যাত্রী তকদির মোল্লা (৭০) এবং ট্রাকের চালক তসলিম আলী (৩৫) ও তার সহকারী রাব্বি (১৮)। রাব্বি ও তসলিমের বাড়ি মানিকগঞ্জ এবং রাসেলের বাড়ি গোপালগঞ্জ ও তকদিরের বাড়ি নড়াইল।
এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন একজন। আজ সকাল পৌনে নয়টার দিকে হাটবোয়ালিয়া কবরস্থানের পাশে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলেছে, নিহত পাঁচজনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- অটোরিকশাচালক বকুল হোসেন, যাত্রী জাহাঙ্গীর মাস্টার, আশরাফুল ইসলাম ও আমজাদ। আহত ব্যক্তিও অটোরিকশার যাত্রী ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এছাড়াও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ দালাল (২০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে-ভেদরগঞ্জ-রামভদ্রপুর সড়কে মোটরসাইকেল ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।