স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুনের ঈদ শুভেচ্ছার পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে থেকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলী, মাছেরদাড়িসহ বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় শেফালী খাতুনের পোস্টার লাগানো হয়। মোমিনপুর ইউপির বর্তমান চেয়ারম্যানের লোকজন ঈর্ষান্বিত হয়ে পোস্টারগুলো ছিঁড়েছে বলে দাবি করেছেন শেফালী বেগম।
অভিযোগসূত্রে জানা যায়, সদর উপজেলার মোমিনপুর গ্রামের বাসিন্দা শেফালী খাতুন চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী। তিনি নিজ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঈদ শুভেচ্ছাসহ এলাকাবাসীর দোয়া চেয়ে বেশ কিছুদিন থেকে এলাকায় পোস্টারিং করেন। সম্প্রতি কে বা কারা এ এলাকার বেশ কিছু পোস্টার ছিঁড়ে দেয়। শেফালী বেগম অভিযোগ করে বলেন, আসন্ন মোমিনপুর ইউপি নির্বাচনে তিনি দলের গ্রিন সিগন্যাল নিয়ে প্রার্থী হওয়ার ঘোষণায় আগাম জনসংযোগ শুরু করেছি। এ কাজে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার এলাকায় লাগানো অনেক পোস্টার চেয়ারম্যানের লোকজন ছিঁড়ে দিয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান বলেছেন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অবান্তর। আমার কোনো লোক এ ধরনের কাজ করতে পারে না। এ ধরনের বানোয়াট অভিযোগের আড়ালে ষড়যন্ত্র রয়েছে।