চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে নিকটজনদের আহাজারিতে শোকের ছায়া
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাখালডাঙ্গাস্থ মামাবাড়ির পুকুর থেকে ৭ম শ্রেণির ছাত্রী সাথী আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মামাতো বোনদের সাথে পুকুরে গোসুল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গতকালই তার পিতার গ্রাম ডিহি কৃষ্ণপুরে মৃতদেহ নিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুরের হযরত আলীর মেয়ে সাথী আক্তার (১৩) তার মামা বাড়ি মাখালডাঙ্গায় থেকে লেখাপড়া করতো। ছোট মামা মিনারুল ইসলামের বাড়িতে থেকে মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের পড়তো। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়ে বলেছেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর আর ওঠেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়া হয়। সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ প্রথমে মাখালডাঙ্গাস্থ নানাবাড়ি নেয়া হলেও পরে নেয়া হয় পিতার বাড়ি। মৃতদেহ নিজ গ্রামে নেয়ার পর নিকটজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।
সাথী আক্তার দু ভাই বোনের মধ্যে ছিলো ছোট।