মহেশপুর পৌরসভার কর্মচারী-কর্মকর্তারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর পৌর সভার কর্মচারী-কর্মকর্তারা প্রায় ১১ মাস বেতন-ভাতা পাননি। ফলে পরিবারপরিজন নিয়ে তারা হচ্ছে ঈদ আনন্দ থেকে বঞ্চিত।

জানা গেছে, মহেশপুর পৌর সভার ৫০ জন কর্মকর্তা-কর্মচারী ১১ মাসের বকেয়া বেতন-ভাতা পাবেন। তারা ঈদকে সামনে রেখে মেয়রের কাছে ৩ মাসের বকেয়া বেতনের দাবি করলেও তাদেরকে দু মাসের বেতন-ভাতা দেয়া হয়েছে। বাকি ৯ মাসের কবে দেয়া হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন ও সম্পাদক মহিবুল ইসলাম খাঁন পিন্টু জানান, তাদের দীর্ঘদিনের বেতন-ভাতা না পাওয়ায় পরিবারপরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা দায়দেনায় জড়িয়ে গেছেন। দু মাসের বেতন-ভাতা নিয়ে তাদের কিছুই হবে না। এ বিষয়ে পৌর মেয়র অ্যাড. আমিরুল ইসলাম খাঁন চুন্নুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অর্থ প্রাপ্তির সাপেক্ষে তাদের বেতন-ভাতা দেয়া হবে। বর্তমানে তাদের ২ মাসের বেতন-ভাতা দেয়া হয়েছে।