ভিজিএফ’র চাল বিতরণে বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ দরিদ্র্যদের মাঝে ছড়িয়ে দিতে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এ চাল বিতরণ করা হলেও বিভিন্ন স্থানে ওজনে কমসহ নানা অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নে ভিজিএফ’র চাল হতদরিদ্র সকলে পাচ্ছেন না। ইউপি সদস্যরা নিজেদের লোকজনকে কার্ড দিয়েছেন বলে অভিযোগ। ভিজিএফ’র চাল পাওয়ার আশায় অনেকে জড়ো হলেও তাদেরকে শূন্য হাতেই ফিরতে হয়েছে।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের বিশেষ বরাদ্দের ভিজিএফ’র চাল কম দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক মানুষ অভিযোগ করে বলেছেন প্রত্যেককে ১০ কেজি হারে চাল দেয়ার কথা থাকলেও সেখানে দেয়া হচ্ছে সাড়ে ৬ থেকে সাড়ে ৭ কেজি করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসাদাহ ইউনিয়নে ৫৩৬ জন দুস্থের জন্য ঈদের বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ এসেছে ৫ হাজার ৩৬০ কেজি। গত সোমবার থেকে এ চাল বিতরণ শুরু করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভিন্ন রাজনৈতিক মতের হওয়ায় ইউনিয়ন পরিষদেরর সর্বময় কর্তৃত্ব পালন করেন সদস্য জুম্মাত মণ্ডল। ওই ইউনিয়নের বকুণ্ডিয়া গ্রামের আলী বক্সের ছেলে বাবুর আলী ও শ্রীরামপুর গ্রামের মৃত মান্দার আলীর ছেলে নজরুল ইসলামসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেছেন, তাদেরকে ১০ কেজির স্থলে সাড়ে ৬ ও সাড়ে ৭ কেজি করে চাল দেয়া হয়েছে। একই নিয়মে সকলকে চাল কম দিয়ে এ চাল ইউপি সদস্য জুম্মাত মণ্ডল লোপাট করছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জুম্মাত মণ্ডল বলেন, কাউকে চাল কম দেয়া হচ্ছে না। দলীয় একটি গ্রুপ স্লিপ ছাড়াই অতিরিক্ত চাল নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। অতিরিক্ত চাল না পেয়ে তারা মিথ্যা ও ভিত্তিহীন এ অভিযোগ উত্থাপন করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের মতামত জানার জন্য তার মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না কারায় তা জানা সম্ভভ হয়নি।

Leave a comment