ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের অফিসে হামলা : ভাঙচুর

স্টাফ রিপোর্টার: কর্মকর্তাদের বদলির ঘটনাকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংক ঝিনাইদহ জোনাল অডিট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, অফিসের কর্মকর্তাদের বিভিন্ন শাখা অফিসে বদলিকে কেন্দ্র করে বেশ কয়েক দিন যাবত উত্তেজনা চলে আসছিলো জোনাল অডিট অফিসে। এরই জের ধরে মঙ্গল দুপুরে অফিসের ৩ কর্মকর্তা কিছু উশৃঙ্খলা যুবকদের নিয়ে অফিসে হামলা চালান এবং ভাঙচুর করেন। জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, কিছু দিন আগে এ অফিসের ১০ জন কর্মকর্তাকে বিভিন্ন ব্রাঞ্চে বদলি করা হয়েছে। ১০ জনের মধ্যে ৭ জন কর্মস্থলে যোগদান করলেও আরিফুল ইসলাম, জাকির হোসেন ও আবু হুরাইরা নামে ৩ জন কর্মস্থলে যোগদান করেননি। উল্টো রাজনৈতিকভাবে বদলি ঠেকাতে তারা চাপ দিয়ে আসছেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে শহরের কিছু উশৃঙ্খল যুবকদের নিয়ে অফিসে হামলা চালান। এ সময় চেয়ার, টেবিল, ক্যালকুলেটারসহ বিভিন্ন মালামাল, জানালার কাঁচ ভাঙচুর করে। এ ঘটনার সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঝিনাইদহ সদর থানা ওসি বিপ্লব কুমার নাথ বলেন, গ্রামীণ ব্যাংক অফিসে হামলার ঘটনা শুনেছি। অফিসের পক্ষ থেকে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment